রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৩ জানুয়ারী ২০২৪ ১২ : ৩০Pallabi Ghosh
মিল্টন সেন, হুগলি: সুরজিৎ সেনগুপ্ত ও অশ্বিনী বরাট আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতায় জয়ী মধ্যমগ্রাম হাইস্কুল। ফাইনাল খেলায় তিন শূন্য গোলে পরাজিত হয় হুগলির চাপদানি নিবারণ মুখোপাধ্যায় বিদ্যামন্দির। গত ৬ জানুয়ারি চুঁচুড়া ময়দানে শুরু হয় দিকপাল ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত এবং অশ্বিনী বরাট স্মৃতি আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতার সূচনা করেছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর এবং চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। মঙ্গলবার চুঁচুড়া ইস্টার্ন গ্রাউন্ডে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এদিন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চুঁচুড়া ইস্টার্ন গ্রাউন্ডে বাস্তবেই বসেছিল চাঁদের হাট। কে ছিলেন না সেখানে? উপস্থিত ছিলেন একদা কলকাতা থেকে শুরু করে রাজ্য দেশ এবং আন্তর্জাতিক স্তরে দাপিয়ে খেলা বিখ্যাত সব ফুটবলার। ছিলেন ভাস্কর গাঙ্গুলি, স্বরূপ দাস, কৃষ্ণ গোপাল চৌধুরী, তনুময় বসু, বিভাস সরকার, অশোক চন্দ, অনিত ঘোষ প্রমুখ। উপস্থিত ছিলেন প্রয়াত সুরজিৎ সেনগুপ্তর ভাই সর্বজিৎ সেনগুপ্ত সহ তাঁর পরিবারের সদস্য সকলেই। ছিলেন হুগলি জেলা ক্রীড়া সংস্থার অন্যতম কর্তা রঞ্জিত ঘোষ। টানা ১৭ দিন ধরে চলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলো রাজ্যের আটটি স্কুল। নক আউট পর্যায়ের আটটি দল নিয়ে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা হয় ২৩ জানুয়ারি। এদিন ফাইনাল খেলায় মুখোমুখি হয় হুগলি এবং উত্তর ২৪ পরগনা। প্রতিযোগিতার আয়োজক হুগলি ব্রাঞ্চ গভঃ স্কুল এক্স স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন। সংগঠনের সদস্য প্রয়াত ফুটবলার সুরজিৎ সেনগুপ্তর ভাই সর্বজিত সেনগুপ্ত বলেছেন, বিখ্যাত ভারতীয় দলের ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত ছিলেন এক্স স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি। পাশাপাশি হুগলির প্রখ্যাত ফুটবল প্রশিক্ষক অশ্বিনী বরাট, যিনি হুগলি জেলা সহ সর্বত্রই খেলোয়াড়দের কাছে ভোলা দা হিসেবেই আজীবন পরিচিত ছিলেন। জেলার বিখ্যাত এই দুই দিকপালের স্মৃতিতে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এটা বলার কোনও অবকাশ নেই সুরজিৎ সেনগুপ্ত এবং অশ্বিনী বরাট দুজনেরই বাংলা তথা ভারতীয় ফুটবলে অবদান অনস্বীকার্য। স্কুল স্তরে আয়োজিত এই প্রতিযোগিতার মুখ্য উদ্দেশ্য ছোট থেকেই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভার বিকাশ ঘটানো। তাই স্কুল পর্যায়ে ছাত্রদের মধ্যে ফুটবল খেলার উৎসাহ বাড়াতে এই উদ্যোগ জানিয়েছে সর্বজিত সেনগুপ্ত। ফুটবলার ভাস্কর গাঙ্গুলি বলেছেন, সুরজিৎ সেনগুপ্ত ভারতীয় ফুটবলে একটা বিখ্যাত নাম। আগামী দিনে এই প্রতিযোগিতার সাফল্য কামনা করেন তিনি। পাশাপাশি স্কুল স্তরের ছাত্রদের নিয়ে এমন এমন প্রতিযোগিতার আয়োজন দেখে খুশি ভাস্কর বাবু বলেন, হুগলি থেকে একাধিক খেলোয়াড় কলকাতা তথা গোটা দেশে দাপিয়ে খেলেছেন। আগামী দিনে এভাবে আয়োজিত নানা প্রতিযোগিতা থেকেই প্রতিভার অন্বেষণ ঘটবে। উঠে আসবে ভাল খেলোয়াড়। যারা আগামী দিনে নাম রাখবে যার স্মৃতিতে এই আয়োজন সেই বিখ্যাত খেলোয়াড় সুরজিৎ সেনগুপ্তর। উজ্জ্বল করবে হুগলি জেলার নাম।
ছবি: পার্থ রাহা
নানান খবর
নানান খবর

সূর্যের হাসি এখন বাঁকুড়ার লাল মাটিতে, সূর্যমুখী চাষে কৃষিতে নতুন জোয়ার

প্রীতিভোজের আসরে পুলিশ পৌঁছতেই বেপাত্তা বরের বাড়ির লোকজন, কনে গেল 'হোম'-এ, কারণ কী?

কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা, স্বাভাবিক হচ্ছে ধুলিয়ান, খুলছে দোকানপাট, গ্রেপ্তার ২৮৯

সাতসকালে লোকালয়ে একাধিক বাইসন, হামলায় গুরুতর জখম গ্রামবাসী, আতঙ্ক এলাকায়

উত্তরে দুর্যোগ, দক্ষিণে ফিরছে তাপপ্রবাহ! একধাক্কায় ৫ ডিগ্রি বাড়বে পারদ, বড় অ্যালার্ট হাওয়া অফিসের

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা