শনিবার ২৫ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | চুঁচুড়ায় প্রয়াত সুরজিৎ সেনগুপ্তর স্মৃতিতে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ফাইনালে চাঁদের হাট

Pallabi Ghosh | ২৩ জানুয়ারী ২০২৪ ১২ : ৩০Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: সুরজিৎ সেনগুপ্ত ও অশ্বিনী বরাট আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতায় জয়ী মধ্যমগ্রাম হাইস্কুল। ফাইনাল খেলায় তিন শূন্য গোলে পরাজিত হয় হুগলির চাপদানি নিবারণ মুখোপাধ্যায় বিদ্যামন্দির। গত ৬ জানুয়ারি চুঁচুড়া ময়দানে শুরু হয় দিকপাল ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত এবং অশ্বিনী বরাট স্মৃতি আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতার সূচনা করেছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর এবং চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। মঙ্গলবার চুঁচুড়া ইস্টার্ন গ্রাউন্ডে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এদিন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চুঁচুড়া ইস্টার্ন গ্রাউন্ডে বাস্তবেই বসেছিল চাঁদের হাট। কে ছিলেন না সেখানে? উপস্থিত ছিলেন একদা কলকাতা থেকে শুরু করে রাজ্য দেশ এবং আন্তর্জাতিক স্তরে দাপিয়ে খেলা বিখ্যাত সব ফুটবলার। ছিলেন ভাস্কর গাঙ্গুলি, স্বরূপ দাস, কৃষ্ণ গোপাল চৌধুরী, তনুময় বসু, বিভাস সরকার, অশোক চন্দ, অনিত ঘোষ প্রমুখ। উপস্থিত ছিলেন প্রয়াত সুরজিৎ সেনগুপ্তর ভাই সর্বজিৎ সেনগুপ্ত সহ তাঁর পরিবারের সদস্য সকলেই। ছিলেন হুগলি জেলা ক্রীড়া সংস্থার অন্যতম কর্তা রঞ্জিত ঘোষ। টানা ১৭ দিন ধরে চলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলো রাজ্যের আটটি স্কুল। নক আউট পর্যায়ের আটটি দল নিয়ে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা হয় ২৩ জানুয়ারি। এদিন ফাইনাল খেলায় মুখোমুখি হয় হুগলি এবং উত্তর ২৪ পরগনা। প্রতিযোগিতার আয়োজক হুগলি ব্রাঞ্চ গভঃ স্কুল এক্স স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন। সংগঠনের সদস্য প্রয়াত ফুটবলার সুরজিৎ সেনগুপ্তর ভাই সর্বজিত সেনগুপ্ত বলেছেন, বিখ্যাত ভারতীয় দলের ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত ছিলেন এক্স স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি। পাশাপাশি হুগলির প্রখ্যাত ফুটবল প্রশিক্ষক অশ্বিনী বরাট, যিনি হুগলি জেলা সহ সর্বত্রই খেলোয়াড়দের কাছে ভোলা দা হিসেবেই আজীবন পরিচিত ছিলেন। জেলার বিখ্যাত এই দুই দিকপালের স্মৃতিতে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এটা বলার কোনও অবকাশ নেই সুরজিৎ সেনগুপ্ত এবং অশ্বিনী বরাট দুজনেরই বাংলা তথা ভারতীয় ফুটবলে অবদান অনস্বীকার্য। স্কুল স্তরে আয়োজিত এই প্রতিযোগিতার মুখ্য উদ্দেশ্য ছোট থেকেই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভার বিকাশ ঘটানো। তাই স্কুল পর্যায়ে ছাত্রদের মধ্যে ফুটবল খেলার উৎসাহ বাড়াতে এই উদ্যোগ জানিয়েছে সর্বজিত সেনগুপ্ত। ফুটবলার ভাস্কর গাঙ্গুলি বলেছেন, সুরজিৎ সেনগুপ্ত ভারতীয় ফুটবলে একটা বিখ্যাত নাম। আগামী দিনে এই প্রতিযোগিতার সাফল্য কামনা করেন তিনি। পাশাপাশি স্কুল স্তরের ছাত্রদের নিয়ে এমন এমন প্রতিযোগিতার আয়োজন দেখে খুশি ভাস্কর বাবু বলেন, হুগলি থেকে একাধিক খেলোয়াড় কলকাতা তথা গোটা দেশে দাপিয়ে খেলেছেন। আগামী দিনে এভাবে আয়োজিত নানা প্রতিযোগিতা থেকেই প্রতিভার অন্বেষণ ঘটবে। উঠে আসবে ভাল খেলোয়াড়। যারা আগামী দিনে নাম রাখবে যার স্মৃতিতে এই আয়োজন সেই বিখ্যাত খেলোয়াড় সুরজিৎ সেনগুপ্তর। উজ্জ্বল করবে হুগলি জেলার নাম।
ছবি: পার্থ রাহা




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার, ফাঁকা বাড়িতে গৃহবধূর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ...

প্রজাতন্ত্র দিবসের আগে সীমান্ত এলাকায় তিনটি বাঙ্কারের সন্ধান পেল বিএসএফ, ভিতরে উঁকি দিতেই চক্ষু স্থির ...

আর জি কর মামলার শাস্তি ঠিক হল না: সাংসদ কল্যাণ ব্যানার্জি ...

চুঁচুড়ায় উৎসবের মেজাজ, বাড়ি ফিরলেন খো-খো বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের খেলোয়াড় সুমন ...

ফের হামলা আসানসোলে, এবার দিনেদুপুরে বন্দুক নিয়ে হামলা এক ব্যবসায়ীর বাড়িতে ...

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির ২৪ ঘন্টার মধ্যেই কাজ, জলদাপাড়ার জঙ্গলে পর্যটকদের প্রবেশ মূল্য মকুব ...

হিন্দমোটরে রক্তদান শিবির, সহায়তায় টেকনো গ্লোবাল হাসপাতাল...

কালিয়াচকে কেলেঙ্কারি, অভিযানের শুরুতেই পুলিশকে লক্ষ্য করে গুলি মারার অভিযোগ! গ্রেপ্তার ২ ...

কুমড়োর ওজন ২০ কেজি, হাতখানেক লম্বা লাউ, দেড় কেজির বেগুন, মেলায় পুরস্কার দেওয়া হয় সেরা ফসলকে...

শ্যাওড়াফুলি জিআরপির বড় সাফল্য, স্টেশন চত্বর চুরি যাওয়া ফোন ফিরে পেলেন মালিকরা...

রুপোর পর ব্রোঞ্জ, উপহার হিসেবে কাজল শেখ পেলেন বিশ কেজির সিংহ মুকুট ...

জঙ্গলে ঢুকতে পর্যটকদের থেকে নেওয়া যাবে না বাড়তি ‘ফি’, অভিযোগ পেয়েই সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, ক্ষোভ পোস্টারের ভাষা ন...

সাধারণের সঙ্গে সমন্বয় সুদৃঢ় করতে গ্রামে গ্রামে 'ড্রপবক্স', অভিনব উদ্যোগ পোলবা থানার...

ভাড়া নিয়ে গন্ডগোল, মালদায় খুন টোটোচালক

'যেখানে সম্মান নেই, সেখানে থেকে কী লাভ?' বিজেপি ছাড়ার জল্পনা সত্যি করে মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



01 24