রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | চুঁচুড়ায় প্রয়াত সুরজিৎ সেনগুপ্তর স্মৃতিতে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ফাইনালে চাঁদের হাট

Pallabi Ghosh | ২৩ জানুয়ারী ২০২৪ ১২ : ৩০Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: সুরজিৎ সেনগুপ্ত ও অশ্বিনী বরাট আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতায় জয়ী মধ্যমগ্রাম হাইস্কুল। ফাইনাল খেলায় তিন শূন্য গোলে পরাজিত হয় হুগলির চাপদানি নিবারণ মুখোপাধ্যায় বিদ্যামন্দির। গত ৬ জানুয়ারি চুঁচুড়া ময়দানে শুরু হয় দিকপাল ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত এবং অশ্বিনী বরাট স্মৃতি আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতার সূচনা করেছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর এবং চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। মঙ্গলবার চুঁচুড়া ইস্টার্ন গ্রাউন্ডে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এদিন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চুঁচুড়া ইস্টার্ন গ্রাউন্ডে বাস্তবেই বসেছিল চাঁদের হাট। কে ছিলেন না সেখানে? উপস্থিত ছিলেন একদা কলকাতা থেকে শুরু করে রাজ্য দেশ এবং আন্তর্জাতিক স্তরে দাপিয়ে খেলা বিখ্যাত সব ফুটবলার। ছিলেন ভাস্কর গাঙ্গুলি, স্বরূপ দাস, কৃষ্ণ গোপাল চৌধুরী, তনুময় বসু, বিভাস সরকার, অশোক চন্দ, অনিত ঘোষ প্রমুখ। উপস্থিত ছিলেন প্রয়াত সুরজিৎ সেনগুপ্তর ভাই সর্বজিৎ সেনগুপ্ত সহ তাঁর পরিবারের সদস্য সকলেই। ছিলেন হুগলি জেলা ক্রীড়া সংস্থার অন্যতম কর্তা রঞ্জিত ঘোষ। টানা ১৭ দিন ধরে চলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলো রাজ্যের আটটি স্কুল। নক আউট পর্যায়ের আটটি দল নিয়ে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা হয় ২৩ জানুয়ারি। এদিন ফাইনাল খেলায় মুখোমুখি হয় হুগলি এবং উত্তর ২৪ পরগনা। প্রতিযোগিতার আয়োজক হুগলি ব্রাঞ্চ গভঃ স্কুল এক্স স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন। সংগঠনের সদস্য প্রয়াত ফুটবলার সুরজিৎ সেনগুপ্তর ভাই সর্বজিত সেনগুপ্ত বলেছেন, বিখ্যাত ভারতীয় দলের ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত ছিলেন এক্স স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি। পাশাপাশি হুগলির প্রখ্যাত ফুটবল প্রশিক্ষক অশ্বিনী বরাট, যিনি হুগলি জেলা সহ সর্বত্রই খেলোয়াড়দের কাছে ভোলা দা হিসেবেই আজীবন পরিচিত ছিলেন। জেলার বিখ্যাত এই দুই দিকপালের স্মৃতিতে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এটা বলার কোনও অবকাশ নেই সুরজিৎ সেনগুপ্ত এবং অশ্বিনী বরাট দুজনেরই বাংলা তথা ভারতীয় ফুটবলে অবদান অনস্বীকার্য। স্কুল স্তরে আয়োজিত এই প্রতিযোগিতার মুখ্য উদ্দেশ্য ছোট থেকেই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভার বিকাশ ঘটানো। তাই স্কুল পর্যায়ে ছাত্রদের মধ্যে ফুটবল খেলার উৎসাহ বাড়াতে এই উদ্যোগ জানিয়েছে সর্বজিত সেনগুপ্ত। ফুটবলার ভাস্কর গাঙ্গুলি বলেছেন, সুরজিৎ সেনগুপ্ত ভারতীয় ফুটবলে একটা বিখ্যাত নাম। আগামী দিনে এই প্রতিযোগিতার সাফল্য কামনা করেন তিনি। পাশাপাশি স্কুল স্তরের ছাত্রদের নিয়ে এমন এমন প্রতিযোগিতার আয়োজন দেখে খুশি ভাস্কর বাবু বলেন, হুগলি থেকে একাধিক খেলোয়াড় কলকাতা তথা গোটা দেশে দাপিয়ে খেলেছেন। আগামী দিনে এভাবে আয়োজিত নানা প্রতিযোগিতা থেকেই প্রতিভার অন্বেষণ ঘটবে। উঠে আসবে ভাল খেলোয়াড়। যারা আগামী দিনে নাম রাখবে যার স্মৃতিতে এই আয়োজন সেই বিখ্যাত খেলোয়াড় সুরজিৎ সেনগুপ্তর। উজ্জ্বল করবে হুগলি জেলার নাম।
ছবি: পার্থ রাহা




বিশেষ খবর

নানান খবর

সংগ্রহ করুন... #aajkaalonline #pujovibes #durgapuja #DurgaPuja2024

নানান খবর

রানাঘাটে বিজেপির কর্মসূচিতে অবরুদ্ধ জাতীয় সড়ক, অ্যাম্বুল্যান্সে মৃত্যু গর্ভবতী তরুণীর ...

চাকরির প্রতিশ্রুতি দিয়ে আদিবাসীদের জমি হাতানো! অভিযোগ বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে...

সিদ্ধিদাতা বন্দনা ও মিলনমেলা অভিনব আয়োজন বাগুইআটির নারায়ণতলা পশ্চিম অধিবাসীবৃন্দের...

মহিলা সুরক্ষায় শুরু ' অপরাজিতা : দ্য আনডিফিটেড'...

শীঘ্রই আসছে...

তুমুল বৃষ্টিতে ছারখার হবে দক্ষিণবঙ্গ! ফের ঘনাচ্ছে দুর্যোগ, আগাম সতর্কবার্তা মৌসম ভবনের ...

RG Kar Hospital: বিনা চিকিৎসায় তিন ঘণ্টা পড়ে রইলেন যুবক, আরজি করেই মৃত্যু...

Asansol: গাড়ি দাঁড় করিয়ে ব্যবসায়ীর কোটি টাকা লুঠ, আসানসোলে গ্রেপ্তার তিন পুলিশকর্মী...

হুগলির দুই জায়গায় ইডির তল্লাশি, চাঞ্চল্য স্থানীয়দের মধ্যে ...

বানারহাটে হাতির হানায় মৃত্যু, পরিবারকে ক্ষতিপূরণ বনদপ্তরের...

জাতীয় স্তরে ই–গভর্নেন্সে স্বর্ণপদক চন্দননগর কমিশনারেটের ...

ঝুঁকি এড়াতে এবার গ্রামীণ হাসপাতালেও তৈরি হল পুলিশ ক্যাম্প ...

বিমানবন্দরে যাত্রীর ব্যাগে রিভলভার ও কার্তুজ, মুম্বাইগামী বিমানে ওঠার আগে গ্রেপ্তার ২...

বাড়ি ফেরার পথে নিগৃহীতা তিন স্কুলছাত্রী, রাস্তাতেই হেনস্থা ও মারধরের অভিযোগ ...

উত্তরবঙ্গের ৩৫০জন কৃতী পড়ুয়াকে সংবর্ধনা দিল টেকনো ইন্ডিয়া গ্রুপ...

আচমকাই ছুটে এল গুলি, হতচকিত সকলেই, মৃত্যু এক নাবালিকার...



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



01 24